নাটোর অফিস॥ নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশুসদনের শিশুরা একসময় সামান্য মুড়ি আর পানি দিয়ে ইফতার করতো রোজা রেখে। শুধু তাই নয়, দিনে তিন বেলার মধ্যে এক বেলা খাবার পেত। খাবারের কষ্টের সে দিনগুলি এখন অতীত হয়েছে এখানকার শিশুদের। নাটোরের হৃদয়বান কিছু মানুষের প্রচেষ্টায় বদলেছে এতিম এসব শিশুদের দিন।
এমনই এক হৃদয়বান মানুষ বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হক মাসুম। শুক্রবার (৪ রমজান) এতিম শিশুদের জন্য তিনি ইফতারসহ রাতের খাবার ও সেহরীর ব্যবস্থা করেছেন। এদিন তার সাথে বসে ইফতার করে এতিম শিশুরা।
ইফতারে অনান্যদের মধ্যে অংশ নেন শিশু সদনের তত্বাবধায়ক এটিএম জালাল উদ্দীন, বিশিষ্ট চিকিৎসক সঞ্জয় কুমার, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, জাগোনাটোর টোয়েন্টিফোর ডটকম সম্পাদক নাইমুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।