নাটোর অফিস॥
প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন নাটোরের উত্তরা গণভবনে শতবর্ষী ঐতিহ্যে কুঠারাঘাত নিয়ে একটি সংবাদ প্রকাশিত হবার পর নাটোরে তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার দুপুরের পর জাগোনাটোর টোয়েন্টিফোর ডটকমসহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েব পোর্টাল ও জাতীয় দৈনিক তাদের অনলইন সংস্করণে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পরপর ব্যাপক তোড়জোড় শুরু হয়। প্রকল্প থেকে সুবিধার অপেক্ষায় থাকা বেশ কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিবেদকের খোঁজ করতে থাকেন এবং তাদের ম্যানেজের মাধ্যমে সংবাদটি তুলে নেয়ার চেষ্টা করতে থাকেন। একইসাথে সংবাদটি স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রেরিত কি-না, তা খোঁজ নিয়ে ম্যানেজের মাধ্যমে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদটির প্রকাশ থামাতে সমর্থও হন।
এদিকে নাটোরের ঐতিহ্য রক্ষায় এ সংবাদটি প্রশংসা কুঁড়িয়েছে সর্বস্তরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটির লিংক শেয়ার হলে অনেকেই কমেন্টের মাধ্যমে প্রকল্পটি পুনঃবিবেচনার ব্যাপারে জেলা প্রশাসককে অনুরোধ করেন।
এ ব্যাপারে নিউজপেপার রিপোটার্স এসোসিয়েশনের নাটোর জেলা সভাপতি নাসিম উদ্দীন নাসিম বলেন, নাটোরের উত্তরা গণভবন নিয়ে নাটোরবাসী সদা সোচ্চার। আমরা গণমাধ্যমকর্মীরা জেলার ইতিহাস ও ঐতিহ্য অক্ষুন্ন রাখতে ভবিষ্যতেও কলম ধরবো।