প্রতিনিধি, সদর॥
নাটোরের গুরুদাসপুর থেকে আমির হামজা ওরফে মানিক (২৫) ও গোলাম হোসেন স্বাধীন (৪৫) নামে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ এর (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিনগত রাত দেড়টার সময় উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি কলাবাগান বেষ্টিত পুকুর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ, ৩ টি মোবাইল ফোন, ৪টি সাংগঠনিক বই ও জিহাদী কথা নামে ১০০ টি লিফলেট জব্দ করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টার সময় জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের পরিদর্শক ( ওসি) মোঃ আব্দুল হাই এতথ্য জানিয়েছেন। গ্রেফতার হওয়া আমির হামজা জেলার নলডাঙ্গা উপজেলার চাদপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে এবং গোলাম হোসেন লালপুর উপজেলার শিবপুর খানপাড়া গ্রামের মৃত মনজুর রহমানের ছেলে। ওসি জানান, গত রাতে আমির হামজা ও গোলাম হোসেনসহ কয়েকজন জেএমবি সদস্য গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামে কলাবাগান বেষ্টিত ওই পুকুর পাড়ে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করা গেলেও অন্যরা পালিয়ে যান। তারা সেখানে নাশকতার পরিকল্পনাসহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে বৈঠকে বসেছিলেন। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ, ৩ টি মোবাইল ফোন, ৪টি সাংগঠনিক বই ও জিহাদী কথা নামে ১০০ টি লিফলেট জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।