প্রতিনিধি, সিংড়া॥
পবিত্র রমজানে জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখতে শনিবার দিনব্যাপী নাটোরের সিংড়া পৌর শহরের বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার ও মুদি দোকানে অভিযান পরিচালনা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্টেট সিংড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার। এ সময় শিপ্রা দধি ও মিষ্টান্ন ভান্ডারের পঁচা মিষ্টি ও সুবাস চন্দ্র দাসের মুদি দোকানে অভিযান পরিচালনা করে পঁচা খেজুর জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও পৌর শহরের ১৩টি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম ও খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার উপ-পরিদর্শক নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।