নাটোর অফিস।।
নাটোরের লালপুর একদিনে দুটি ব্যল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় ১৮ বছর না হওয়া পর্যন্তওই দুই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না মর্মে মেয়ে দুটির পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয় ।
শুক্রবার (২৫এপ্রিল) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর ও দুড়দুড়িয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব বাল্যবিয়ে বন্ধ ও মুচলেকা নেওয়া হয়।
জানা গেছে, ঈশ্বরদী ইউনিয়নের নবীবনগর গ্রামে লিচু মোল্লা তার সপ্তম শ্রেণী পড়ুয়া (১১) বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে যায় ইউএনও। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করেন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না মর্মে মেয়ের বাবা ও মা মুচলেকা দেন।
অপরদিকে, দুড়দুড়িয়া ইউনিয়নের রাজকৃষ্ণপুর গ্রামে কাইয়ুম মন্ডল এর নবম শ্রেণী পড়–য়া (১৫) বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি মেয়ের মা ও বাবার থেকে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন ও ঈশ্বরদী ইউনিয়নে ২টি বাল্যবিবাহ বন্ধে সক্ষম হয়েছি। বাল্য বিবাহের মত সামাজিক ব্যাধিকে না বলুন। বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।