অস্ত্রের মুখে জিম্মি করে আইনজীবীর বাড়ি ডাকাতি নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট, আহত -৩

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে সাধন কুমার দাস (৪২) নামের এক আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮-১০ জন ডাকাত ঘরে ঢুকে ওই আইনজীবীসহ একই পরিবারের তিন সদস্য কুপিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছ। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পরে উপজেলার লালপুর সদর ইউনিয়নের চকবাদেকুলপাড়া গ্রামে আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারটির দাবি, তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে তিন লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।
সাধন কুমার দাস নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার মাদবপুর গ্রামের বাসিন্দা। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আইনজীবী সাধন কুমার, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার পরে বাড়ির পেছনের ফটক ভেঙে ৮-১০ জন মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িত প্রবেশ করে। ডাকতদের বেঁধে ধারাল রাম দা,চায়নিজ কুড়াল ও হাঁসুয়া ছিলো। এসময় তারা সাধন কুমার দাসের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে টাকা ও স্বর্ণালংকার দিতে রাজি না হলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। ডাকাতদের বাঁধা দিতে গেলে তাঁর ভাতিজা রিপন দাস ও ভাতিজার স্ত্রী সুমিকেও কুপিয়ে জখম করে ডাকাতেরা। পরে তারা অস্ত্রের মুখে জিম্ম করে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইনজীবী সাধন কুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তার করেত পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *