নাটোর অফিস।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধ আব্দুস সালাম বলেছেন, মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা আন্দোলন করেছি। স্বাভাবিকভাবেই আমাদের আশা ছিল যতদ্রুত সম্ভব দেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। কিন্তু আমরা ৮ মাস হয়ে গেলেও নির্বাচনের রোড ম্যাপ পাচ্ছি না। নির্বাচন ছাড়া একটি সরকার দীর্ঘদিন থাকলে সেখানে ফ্যাসিবাদের জন্ম হয়, স্বৈরাচার জন্ম নেয়। জনগণের মেন্ডেট নিয়ে নির্বাচিত সরকার থাকলে অনেক প্রশ্ন উঠবে না। অন্তর্বতী সরকার তো বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।
আজ রোববার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় নাটোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম।
আব্দুস সালাম বলেন, যেই ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি সে সীমান্তের ওপারে বসে ষডড়যন্ত্র করছে সে নিজেকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করছে। এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের ডালপালা যেন বিস্তার না করে, বাংলাদেশকে যাতে অস্থিরতার দিকে ঢেলে দিতে না পারে সেই জন্য নির্বাচন দরকার ।
চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরো বলেন, পাকিস্তানিরা আমাদেরকে ভোটের অধিকার দেয়নি বলে তাদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে অথচ স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদের এই ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আন্দোলনের মাধ্যমে এই সরকার এসেছে এই সরকারের কাছেও যদি ভোটের জন্য আন্দোলন করতে হয় তা দুঃখজনক, আমরা তা চাইনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, দাউদার মাহমুদ, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম আফতাব, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, আবুল কাশেম, শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম প্রমুখ।