নাটোর অফিস।।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জরিত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আসলামকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
শুক্রবার(১৮ এপ্রিল) রাতে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জরিত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছসেবক দল নাটোর জেলাধীন লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে লালপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১৫ এপ্রিল সকালে লালপুর উপজেলা চন্ডিগাছা বাজার চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আসলামের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন ও বাজার সমিতির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান জুম্মাসহ ভুক্তভোগীরা।