নাটোর অফিস।।
নাটোরের লালপুরে ১৭ বছর যাবত সরকারী খাস পুকুর অবৈধ ভাবে দখলে রেখেছে কাজেম আলী নামের এক আওয়ামী লীগ নেতা। খাস পুকুরটি অবৈধ দখল মুক্ত করে স্থানীয় মসজিদের উন্নয়নে সরকারী ভাবে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ৫টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়পুর মসজিদ এলাকায় মানববন্ধন করে এই দাবি জানিয়েছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্যদেন জয়পুর জামে মসজিদ কমিটির সভাপতি নেহারুল ইসলাম, জলিল, মহিবুল রহমান, শাকিল আহমেদ, আকতার আলীসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, বেরিলাবাড়ি মৌজার রুইগারী সরকারী এই খাস পুকুরটি জয়পুর জামে মসজিদের উন্নয়নে লিজ নিয়ে মাছ চাষ করা হত। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই পুকুরটি অবৈধ ভাবে মাছসহ দখলে নেন আওয়ামী লীগ নেতারা। কিছুদিন পরেই পুকুরটির নামে কোর্টে একটি মামলা করে সরকারের লিজ দেওয়া বন্ধ করে দিয়ে ১৭ বছর যাবত আওয়ামী লীগ নেতা কাজেম আলী অবৈধ ভাবে ভোগ দখল করছে।
তারা আরো বলেন, গত ৫ আগষ্টে আওয়ামী লীগ পতন হলেও এই পুকুরটির দখল ছাড়েনি আওয়ামী লীগ নেতা কাজেম। এনিয়ে একাধিকবার তাকে বলেও কোন লাভ হয়নি। উল্টো কাজেম এলাকাবাসিকে মারধরের ও হুমকি দিচ্ছে। সরকারী এই খাস পুকুরটি অবৈধ দখল মুক্ত করে মসজিদের উন্নয়নে আবারো লিজ দেওয়ার বাদি জানান তারা।
এবিষয়েঅভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাজেম আলীর বাড়িতে গিয়ে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, পুকুরের নামে মামলা চলমান রয়েছে। তবে আদালত থেকে নিষেধাজ্ঞা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা না থাকলে পুকুরটি খাস কালেকশনের জন্য দেওয়া হবে বলেও জানান তিনি।