নাটোর অফিস ॥
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নাটোরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মান করা হবে। তিনি জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করে তিনি বলেন,১৮ বছরের কাজ তিনি ছয় বছরের মধ্যে করবেন । তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। নির্বাচন করা নিয়ে কালক্ষেপন করে বাংলাদেশের মানুষের কাছে অবিশ্বাস সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে,ভোটের অধিকারের গণতন্ত্র অর্জিত হয়েছে তা যেন বৃথা না যায়। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দেশের জন্য মঙ্গলের হবে।
বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে মিলনমেলা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেছেন।
৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি মোঃ মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্ত্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়, জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।