নাটোর অফিস ॥
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান বলেছেন, শুধু একটি নির্বাচিত সংসদই পারে সমস্ত সংস্কারকে বৈধতা দিতে। যদি নির্বাচিত সংসদই না থাকে তাহলে কে এতো এতো সংস্কারের বৈধতা দেবে? আমরা চেয়েছি ঠিক ততটুকু সংস্কার যতটুকু করলে সুষ্ঠু নির্বাচন হবে। তাই সংস্কারের কথা বলে আর নির্বাচন পেছাবেন না। আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে তারেক রহমানের ৩১ দফার আলোকেই হবে রাষ্ট্রের আসল সংস্কার।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন আহমেদ আজম খান।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে রাজপথ রঞ্জিত হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মীর রক্তে। ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।এমন কোন নির্যাতন নেই যা করা হয়নি।তবুও বিএনপিকে কেউ ভাঙ্গতে পারেনি।দেশের মানুষের অপরিসীম ভালোবাসায় কোন গুপ্ত পথে নয়, সামনাসামনি লড়াই করে বিএনপি নিজের অস্তিত্ব রক্ষা করেছে।
আহমেদ আজম খান বলেন, বিএনপি বর্তমান অর্ন্তবতীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল। বিএনপি ও দেশের মানুষের কিছু প্রত্যাশা ছিল এ সরকারের কাছে। কিন্ত আমরা এখন দেখছি দেশে লাগামহীন পণ্যমূল্য বাড়ছে কিন্ত সরকার সমর্থন দিতে পারছে না।দেশের মানুষ নির্বিঘেœ চলাফেরা করতে পারছে না। সরকারের ভেতর ও বাইরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত।
আহমেদ আযম খান বলেন আরো বলেন, কোন কোন রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পেয়ে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই স্থানীয় সরকারের নির্বাচনের জন্য কি ১৬ বছর বিএনপি এবং রাজনৈতিক দলগুলি রক্ত দিয়েছে। সারা বাংলাদেশরে মানুষ আন্দোলনে অংশনিয়ে রক্ত দিয়েছে। আমরা চায় জাতীয় নির্বাচন।
আহমেদ আযম খান অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনি নবেলবিজয়ী আপনাকে ফকরুদ্দিনের মত বিতারিত করতে চাই না। আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চাই। আপনি নির্বাচন দিন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন।
আহমেদ আযম খান আরো বলেন, এই সরকারের আমলে দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। ব্যাংকিং ব্যবস্থা অবনতি ঘটছে। সারাদেশে চুরি, ডাকাতি ,ছিনতাই রাহাজানিতে ভরে গেছে। বিদেশি বিনিয়োগ শূণ্যের কৌঠায়। সরকল রাষ্ট্র গুলি অপক্ষো করছে নির্বাচিত সরকার আসবে তারা এই দেশে বিনোয়গ করবে। নির্বাচিত সরকার ছাড়া সম্মৃধি, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। নির্বাচন চাই জাতীয় নির্বাচন দেশের জন্য মানুষের জন্য।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশ অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির মানবাধিকার কমিটির সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সাইফুল ইসলাম আফতাব, সাবিনা ইয়াসমিন ছবি, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।