নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে মারামারিতে নাঈম হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সিংড়ার বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই ঘটনাটি ঘটে। নিহত নাঈম হোসেন বড়গাঁও উত্তর খাসপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী ছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও স্থানীয়রা জানান, বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে স্কুলের ছাত্ররা ফুটবল খেলা করছিল। এ সময় মাঠের পাশে দাঁড়িয়ে ছিল নাঈম এ সময় ফুটবলটি এসে নাঈমের শরীরে লাগে। এতে খেলা করা ছাত্রদের সাথে নাঈম সহ অন্য ছাত্রদের তর্কবিতর্ক শুরু হয়। এরই এক পর্যায়ে কয়েকজন ছাত্ররা নাঈমকে মারপিট করলে নাঈম ঘটনাস্থলেই মারা যায়। পরে নাঈমের স্বজনরা মরদেহটি তাদের বাড়ীতে নিয়ে যায়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।