আশিকুর রহমান, লালপুর।।
বিএনপি’র আন্তর্জাতিক, মানবাধিকার ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল বলেছেন, জোর করে ৫২ ও ৭১ কে পৈতিক সম্পতি বানানো হয়েছিলো। ৫২ ও ৭১ কারো বাবার সম্পতি নয়। ৫২, ৭১, ৯০ ও ২৪ আমাদের সবার অহংকার। ১৯৫২ সালের ত্যাগ, তিতিক্ষা কে যেনো আমরা ভুলে না যায়। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন আমরা তাদের স্মরণ করতে চাই। সেই সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে একুশে ফেব্রুয়ারির আদর্শ কে ধারন করে বাংলাদেশের বিপক্ষের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নতুন বাংলাদেশ গড়তে চাই।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপিরসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেত্রী এ্যাড. ফারজানা শারমিন পুতুল এসকল কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু,
লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমুখ।
এছাড়াও বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।