নাটোর অফিস ॥
নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেত্রী শিউলী বেগমকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার রাতে গ্রেফতার শিউলী বেগমকে আজ মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমনের আদালতে তোলা হলে বিচারক শুনানী শেষে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেন। শিউলী বেগমকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া।
এর আগে শিউলী বেগম রোববার দুপুরে বড়াইগ্রামে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে টিকটক ভিডিও বানালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় পুলিশ সোমবার রাতে তার নিজ বাড়ি বড়াইগ্রাম পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে গ্রেফতার করে। শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন,পুলিশের অগোচরে ভিডিওটি ধারন করা হয়েছে। লোক মারফত ভিডিওর বিষয়টি জানার পর তাকে আটক করা হয়। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে সোপর্দ করা হয়।