নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাাড়া থেকে বিলুপ্ত প্রায় বিরল নীলগাই উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে এই নীলগাইকে ধরা হয়। বেলা ১১ টা থেকে পাচঁ কিলোমিটার পিছু ধাওয়া করে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর নীলগাইকে ধরতে সক্ষম হয় এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,শনিবার বেলা ১১ টার দিকে দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর এলাকার জঙ্গলের মধ্যে থেকে বিরল এই নীলগাইকে বের হয়ে আসতে দেখে। এসময় বেশ কয়েকজন ভয়ে ভীত হয়ে পড়ায় দৌড় দিয়ে নিরাপদ এলকায় যান। পরে স্থানীয় আরো কয়েকজন এই প্রানিকে নীল গাই বলে সনাক্ত করতে সক্ষম হন। পরের এলাকাবাসী গাইটিকে আটক করার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের এআই টেকনিশিয়ান শহিদুল ইসলাম দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গিয়ে ঘটনার সত্যতা পান। পরে এলাকাবাসী পিছু ধাওয়া করে প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে গিয়ে গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। প্রায় তিন ঘন্টা ওই নীল গাইয়ের পিছু ধাওয়া করেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গাইটিকে এক ঝলক দেখতে ভিড় জমান। পরে গাইটিকে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আমরা রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা তাদরে হাতে তুলে দিব।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় একসময় অবাধ বিচরণ ছিল নীলগাইয়ের। বন্য প্রাণী শিকারী ও অসচেতনতায় দিনদিন এই প্রাণীটি বিলুপ্তি ঘটেছে। চলনবিল অধ্যুষিত নাটোর জেলায় প্রথমবারের মত বিলুপ্ত প্রায় বিরল এই নীলগাই উদ্ধারের ঘটনা ঘটলো। বিরল এই প্রাণীটিকে সংরক্ষণে সকলের সহযোগিতা দরকার।