নাটোর অফিস॥
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ) বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।যারা এতোদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই।আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই।
আজ রোববার (২রা ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মানুষের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিলো পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে নব আশা জাগরিত হয়েছে যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাবো। ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে আমাদের স্ব স্ব ভাবমূর্তি পুনুরুদ্ধার করার।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা সকলেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ।যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে।তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন।এখান থেকেই নতুন ভাবে দেশ বিনির্মাণ হবে।
মতবিনিময় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন নজরুল ইসলামসহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত অনান্য ব্যক্তিবর্গ।