নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আলহাজ¦ ওসমান গণি ওরফে বাবু (৫৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর ৬ টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া জামে মসজিদের সামনে ওই ব্যবসায়ীকে পেছন থেকে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত ব্যক্তি চৌগ্রাম পারুহারপাড়ার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে ও চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকার ধান ও সার-তেল ব্যবসায়ী।
আহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়ী ওসমান গণি প্রতিদিনের ন্যায় শনিবার ভোরে বাড়ির পাশে পারুহার জামে মসজিদে নামাজ পড়ার জন্য বের হন। মসজিদে সামনে পৌঁছাতেই পেছন থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। গুলির বিকট শব্দে মসজিদে আগত মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন।
আহত ব্যবসায়ীর ভাই আব্দুল জোব্বার বলেন, বিকট শব্দ শুনে গিয়ে দেখি ছোট ভাই রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। চারিদিকে চিৎকার-চেচামেচি ও আতংক ছড়িয়ে পরলে ঘাতক দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়।
পারুহারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফিরোজ হোসেন বলেন, ফজরের জামাত শুরু আগ মূহুর্তে হঠাৎ বিকট শুনতে পাই। তারপর পেছনে ফিরে দেখি রক্তাক্ত জখম অবস্থায় তিনি সিঁড়ির নিচে পড়ে চিৎকার করছেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম খোকন বলেন, মাজার বাম পাশে পেছন দিকে গুলিবিদ্ধ একজন কে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গুলিবিদ্ধ ব্যক্তি রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।