লালপুরে অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে দিনদুপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের লালপুর-বনপাড়া সড়কের দিয়াড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই মাছ ব্যবসায়ীরা হলেন, সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।
ভুক্তভোগী জামসেদ প্রামাণিক ও শামসুদ্দিন জানান, পিকআপ গাড়িতে করে মাছ বিক্রয় করেন তারা। আজও তারা কুষ্টিয়া, ঈশ্বরদী, লালপুরে মাছ বিক্রি করে পিকআপে নিয়ে গোপালপুর হয়ে বনপাড়া যাচ্ছিলেন। পথের মধ্যে পিকআপটি ওয়ালিয়া ইউনিয়নের দিয়াড়পাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁদের পিকআপের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। পরে তাদের পিকআপ থেকে নামিয়ে ধারালো চাকু দিয়ে জিম্মি করে তাঁদের কাছ থেকে থাকা মাছ বিক্রির প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *