বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নাটোর অফিস॥
চাঁপাই নবাবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের সহায়তায় ভারতীয় গেরুয়া বাহিনীর অপ তৎপরতার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে সংগঠনের সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ ভুঁইয়ার সভাপতিত্বে নাটোর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ছাত্র নেতারা যে কোন ধরনের উস্কানীর বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষকে হুশিয়ার করে দেয়। একই সাথে ভারত ও আওয়ামী লীগের যে কোন অপতৎপরতার বিরুদ্ধে দেশের সকল স্বাধীনতাকামী মানুষদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ন আহবায়ক সাদমান মোস্তাক রাকিব,রুহুল আমিন, যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয়, জাতীয় নাগরিক কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান পিয়াস, সানি উল ইসলাম,তাইজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *