নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

নাটোর অফিস॥
নাটোর শহরের ফুটপাতসহ অবৈধ দখল মুক্ত করার অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগসহ প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়কগুলো থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে আদালতের নির্দেশে নাটোর জেলায় ১৬৬ অবৈধ দখলদারের বিরুদ্ধে নোটিশ জারি করে সড়ক ও জনপথ বিভাগ।
নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, জনগণের চলাচল ব্ঘিœ করে ফুটপাত অবৈধভাবে দখল করে রাখে এক ¤্রণেীর সুবিধাভোগী ব্যবসায়ী। বারবার নোটিশ দেওয়ার পরও তারা ফুটপাত দখলমুক্ত করেনা। এরই প্রেক্ষিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। রাস্তার দুপাশে রাস্তা, ফুটপাথ ও জমি জুড়ে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে শহরের কোন ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের এই অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ২ ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সদর থানা পুলিশ এবং সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *