নাটোর অফিস।।
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন হতে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী আপ রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে ওই লাইন দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের বিহারি পাড়া গেট হতে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে ফাটল দেখতে পায় স্থানীয়রা।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকাল কে জানান, সকালে আজিমনগর রেলওয়ে স্টেশন হতে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলের বিহারি পাড়া গেট হতে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে বিষয়টি রেল পথ মেরামত কর্মীদের জানালে তারা মেরামতের কাজ শুরু করেছে। ফাটলের কারনে রাজশাহী অভিমুখী ট্রেন গুলিকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করতে বলা হয়েছে।
স্টেশন মাস্টার আরো জানান, অতিরিক্ত লোডের কারনে লোহার পাতি ফেটে প্রায় ১ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। মেরামতের কাজ চলমান। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কিছু সময়ের মধেই সংস্কার কাজ শেষ হবে বলেও জানান তিনি।