নাটোর জেলার শহীদ ও আহতদের স্বরণে স্মরণসভা

নাটোর অফিস ।।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতের জন্য কর্মসংস্থান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিভাবকরা। সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত স্মরণসভায় এই দাবি জানান তারা। সভায় অভিভাবক দেলোয়ার হোসেন খান, ঈসমাইল হোসেন ও শিক্ষার্থী প্রতিনিধি শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, বহু কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থান এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থান এবং চিকিৎসা সেবাসহ অন্যান্য সুবিধা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, গণমাধ্যমকর্মী ও গণ অভ্যুস্থানে নাটোরের ৮১ জন শহীদ ও আহতদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *