ন্যায় বিচারের অধিকার নিশ্চিত চায় বিএনপিঃ রিজভী আহমেদ

নাটোর অফিস।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের সকল মত ও পথের মানুষের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত চায় বিএনপি। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই আর কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়।
আজ রোববার (২৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এর আগে গত বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দ্বারা আহত ছাত্রলীগ নেতা উজ্জল কুমারের বাড়িতে গিয়ে পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, বিএনপির কোন নেতাকর্মী যাতে আইন হাতে তুলে না নিয়ে সংযত হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে অপরাধীকে তুলে দেবে বিএনপির কর্মীরা।দলের অনেক নেতাকর্মীকে এই নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।কারন আমরা তো সেই দল না যারা অন্যায়কে প্রশ্রয় দেবো।দলের কেউ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি করবে না।
বড়াইগ্রামের ছাত্রলীগ নেতা উজ্জলকে নির্যাতন প্রসঙ্গে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বড়াইগ্রামে যে ছেলেকে নির্যাতন করা হয়েছে, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠনের নেতা ছিলেন।কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনী কাজ।এটা উচিত হয়নি।আমি থানার ওসিকে বলে এসেছি যে যারা ছেলেটাকে আঘাত করেছে তাদের আমি ঢাকা পৌছানোর আগে যেন গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে উজ্জ্বল মন্ডল(২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে অন্তঃসত্তা স্ত্রীর পাশ থেকে তুলে নিয়ে ভরা বাজারে প্রকাশ্যে পিটিয়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।উজ্জ্বলের মারপিটের হাত থেকে বাঁচাতে তাঁর মা, প্রতিবেশী এমনকি অন্তঃসত্তা স্ত্রীর অনুনয়ও কানে তোলেননি বিএনপির নেতাকর্মীরা।তাদের মারপিটে প্রায় অজ্ঞান হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করে তারা।পুলিশ আদালতে পাঠালে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে জামিন দেন বিচারক।উজ্জলকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *