বন্ধ চিনিকল গুলি চালুর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার – শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

নাটোর অফিস।।
অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছে, দেশের বন্ধ চিনিকল গুলি চালুর চেষ্টা করছে অন্তর্বতী সরকার। এজন্য সার্চ কমিটি করা হয়েছে। বন্ধ চিনি কলগুলির মধ্যে একটি হলেও চালু করবে সরকার। এজন্য কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার উন্নয়নের ধারা শুরু করেছে শেষ করবে নির্বাচিত সরকার। এজন্য সকলের সহযোগিত চান তিনি।’
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে মিলটির ৯২ তম আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিলরে ২০২৪-২৫ আখ মাই মৌসুমে উদ্বোধন অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ।
মিল সূত্রে জানাগেছে, ২০২৩-২৪ রোপণ মৌসুমে মিল জোন এলাকায় আখ চাষ হয়েছে ১৭ হাজার ৫৫০ একর জমিতে। মিলের নিজস্ব ২ হাজার ৫০০ একর ও মিল এলাকায় ১২ হাজার জন কৃষকের ১৪ হাজার ৯৫০ একর জমিতে আখ চাষ হয়েছে। ১২২ কর্মদিবসে ২ লাখ টন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টন।
এবার চিনি আহরণের হার ধরা হয়েছে ৭দশমিক ৫০ শতাংশ। এবছর প্রতিমণ আখের মূল্য ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ১২০ কর্মদিবসে ১ লাখ ৮৮ হাজার টন আখ মাড়াই করা হয়। চিনি উৎপাদন করা হয় ১০ হাজার ৭৬৫ টন। চিনি আহরণের হার ছিলো শতকরা ৬ দশমিক ৭৫ ভাগ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *