নাটোর অফিস।।
নাটোরের লালপুরে বিএনপির প্রয়াত নেতা আব্দুর রশিদ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের খলিল সরদারের ছেলে ও ঢাকা আদাবর থানা যুবদলের প্রয়াত নেতা ও ৩০ নং ওয়ার্ডের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন ।
সভায় চংধুপইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাসের সভাপতিত্বে ও আইয়ুব আলী ও সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্যদেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেত ফিরোজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ.এইচ.এম গোলাম মোস্তফা নান্নু, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, আশরাফুল ইসলাম লুলু, শামসুন্নাহার পারুল, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে আব্দুর রশিদ ও সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ২০২৩ দুপুরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর মোহাম্মদপুর থানার টাউনহল এলাকায় বিএনপি নেতা আব্দুর রশীদকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা নির্মমভাবে হত্যা করে।