নাটোর অফিস।।
নাটোরের লালপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া ইমা খাতুন (০৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইমা খাতুন উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরান হোসেনের মেয়ে ও সে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। ইমা ছোট থেকে তিলকপুর তার নানা সিদ্দিক মন্ডলের বাড়িতে থাকতো।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ইশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ইমা। পথে সধ্যে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী ইমার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে ইমার মৃত দেহ উদ্ধকর করে নিয়ে যায়।
স্থানীয় ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।