নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশ

নাটোর অফিস ॥
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে নাটোরে মিছিল-সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটোর এন এস সরকারী কলেজ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ ওবাইদুল, শিশির ইসলাম কাওসার আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদকে (সঃ) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *