নাটোর অফিস॥
নাটোরের লালপুরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাসুদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুরে সেনাবাহিনীকে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা।
লালপুরে সেনাবাহিনীকে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ বলেন, কোমলমতি শিক্ষার্থীরা কোন উস্কানিতে উদ্বুদ্ধ হয়ে কোন ধ্বংসাত্মক কাজে লিপ্ত যেনো না হয়। এব্যাপারে তাদের বোঝাতে হবে।কোন পক্ষ যাতে বিভ্রান্ত করতে না পারে এজন্য আপনাদের সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মানবিক গুণাবলী, দেশপ্রেম, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, এজন্য ক্লাসের পাঠদান পরিবেশ, স্বাস্থ্য সম্মত সেনিটেসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সভায় উপজেলার শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।