নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর বনপাড়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ী সদস্যর প্রত্যক্ষ ভোটে মেসার্স গাজী ট্রেডার্সের স্বতাধীকারী মোঃ খলিলুর রহমান গাজী সভাপতি ও বিসমিল্লাহ রাইস মিলের স্বতাধীকারী মোঃ আলমগীর পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোঃ ইব্রাহীম গাজী।
হাজী মোঃ বেলাল উদ্দিনের সবাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানের শুরুতে সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামালা পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টোর সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রেজাউল করিম, আবুল বাশার মিয়াজী, হামিদুর রহমান, আসাদুজ্জামান মোল্লা, আলমগীর পাঠান প্রমূখ। পরে উপস্থিত ব্যবসায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন করা হয়।