আন্দোলনকারী সন্দেহে লালপুরে ১৭ শিক্ষার্থী আটক

নাটোর অফিস।।আন্দোলনকারী সন্দেহে নাটোরের লালপুরে ১৭জন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বি.এম কলেজ মাঠ থেকে তাদের আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীরা অধিকাংশই শ্রী সুন্দরী পাইলোট উচ্চ বিদ্যালয় এন্ড বি এম কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’এ উপলক্ষে পুলিশের কড়া অবস্থান ছিল।বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা লালপুর শ্রী সুন্দরী পাইলোট উচ্চ বিদ্যালয় এন্ড বি এম কলেজের মাঠে জড়ো হতে শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে ১৭জন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় থানা পুলিশ।
আটকের বিষয়টি স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলনের জন্য বিদ্যালয় বন্ধ থাকার পরও তারা বিদ্যালয়ের মাঠে জরো হচ্ছিলো। সন্দেহজনকভাবে তাদের থানায় আনা হয়েছে। যাচাই-বাচাই করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’
লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বি.এম কলেজের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন জানান, পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা সন্ধ্যায় অভিভাবকদের দিয়ে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দিবে বলে জানিয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *