বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৪

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে গৃহবধূর বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে দুপক্ষের তিনজন নারীসহ ৪ আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের রুইগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামাত আলীর ছেলে রাকিবুল (৫০), মেহেদী হাসানের স্ত্রী সুমাইয়া ও অপরপক্ষ আসানের স্ত্রী শাপলা (৪৫) ও শাওনের স্ত্রী নোভা। তারা বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ওয়াসিম আলী জানান, প্রায় দশ বছরে আগে ওয়ালিয়া ইউনিয়নের রুইগাড়ি গ্রামে জামাত আলীর ছেলে রায়হানের সঙ্গে একই গ্রামের আকতারের মেয়ে সম্পার বিয়ে হয়। তাদের সংসারে দু’টি সন্তানও আছে। গত সোমবার আদালতে রায়হান তার স্ত্রী সম্পাকে তালাক দেয়।
ঘটনার দিন মঙ্গলবার দুপুরে এনিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটকাটি শুরু হয়। এক পর্যায়ে রায়হান ও তার পরিবারের সদস্যরা লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গৃহবধূ সম্পার পরিবারের ওপরে আক্রমন করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে রায়হানের ভাই রাকিবুল (৫০) ও মেহেদী হাসানের স্ত্রী সুমাইয়া ও অপরপক্ষ আসানের স্ত্রী শাপলা (৪৫) ও শাওনের স্ত্রী নোভা আহত হয়। পরে সম্পার পক্ষের আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রায়হানের পক্ষের লোকজন ৬-৭টি মোটরসাইকেল নিয়ে এসে সম্পার পরিবারের লোকজনকে হুমি দেয় ও এলাপাতারি গুলি করে। এ সময় সম্পার বাবা আকতার কে লক্ষ করে গুাল করলে আকতার পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গৃহবধূ সম্পার বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *