নাটোর অফিস ।।
‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে নাটোরের লালপুরে ৪দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর—১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ এর শুভ উদ্বোধন করেন।
এ সময় গোপালপুর পৌর সভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানবীন রুবাইয়া সিদ্দিকীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মেলায় ৪১টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল—ভেড়া, কবুতর, খরগোশ, পাখি, হাঁস—মুরগীসহ গৃহপালিত পশু পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে ৩ জন খামারীকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়ও অন্যান্য খামারিদের মধ্যে নগদ অর্থ দেয়া হয়। এ নিয়ে ৪র্থ বারের মতো সারা দেশে প্রাণী সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হলো।