গুরুদাসপুরে ৮ ডাকাত আটক

 

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মোঃ আমিনুল ইসলাম(৬৬),বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ ওলি উদ্দিন খান(৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মৃত্যু আব্দুল আওয়ালের ছেলে মোঃ ইমরান খান(২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মোঃ মফিজের ছেলে মোঃ মোসলেম(৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার(৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত্যু আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়(৩৪), শকুনা কেশবপুর গ্রামের মঙ্গলার ছেলে অমল কুমার(২৭) ও চকবালা গ্রামের মোঃ আমিনের ছেলে এমরান হোসেন(১৮)।
গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতরাতে উপজেলার কাছিকাটার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ থাকা কিছু লোককে সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে পুলিশ ওই পিকআপ থেকে আটজনকে আটক করে। এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, হলুদ রংয়ের একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন,৭টি হেক্স ব্লেড ২টি লোহার পাইপ জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *