লালপুরে নারী নির্যাতনকারীদের গ্রেপ্তার দাবি

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ভূমিহীন সংগঠন ও নিজেরা করি সংস্থার আয়োজনে উপজেলার সালামপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লালপুরে আড়বাব ও চংধুপইল ইউনিয়নে নারী সহিংসতা, ধর্ষণ, বাল্যবিয়ে ও যৌন হয়রানি বেড়েই চলেছে। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলেও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে না।এই সুযোগে অপরাধীরা গ্রাম্য প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি ও মাতাব্বরের সাহায্যে মীমাংসা করছে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করার দাবী জানান তারা।’
জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মনিটরিং কমিটির আহবায়ক ভূমিহীন নেত্রী জামেনা বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ভূমিহীন নেতা শাহারা বেগম, জামাল উদ্দিন, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, এডোলোসন্ট দিদিশা পাহাড়িয়া, নিজেরা করি সংস্থার পক্ষ থেকে এলাকা প্রতিনিধি রীনা মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *