নাটোর অফিস॥
নাটোরের লালপুরে রাতের আঁধারে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের সমর্থকদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এতে ক্যাম্প দুটির সাইড পর্দা পুড়ে গেছে।
ঈগল প্রতীকের কর্র্মী ও ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, এটা আমাদের প্রধান নির্বাচনী ক্যাম্প নয়। এখানে সমর্থকরা নিজেরাই পর্দা দিয়ে তৈরী করে বসে থাকতেন । গত রাতে আমাদের (ঈগল) কর্মীসমর্থকরা নির্বাচনী কাজ শেষে বাড়িতে যান। পরে রাতে ওই ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্যাম্পের দু’পাশের পর্দা পুড়ে যায়। পরে সকালে কর্মীরা ক্যাম্পে এসে পর্দা পোড়া দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় বলেন ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে পাশাপাশি নৌকা প্রতীকের ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী ক্যাম্প ছিল। গত রাতে আমার নৌকার নির্বাচনী প্রাচারনা শেষে নেতাকর্মীরা বাড়িতে যান। পরে রাতে ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টেবিলের কাপড় পুড়ে যায়।
লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দুটি ক্যাম্পেরই পর্দা পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।