নাটোর অফিস॥
ফেসবুকে নাটোরের লালপুর থানার ওসি নাছিম আহমেদ এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে সোহেল রানা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার অমৃতপাড়া গ্রামের চাদের আলীর ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইন একটি মামলা দায়ের করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেফসবুকে আমার নাম ও ছবি ব্যবহার করে অমৃতপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির কাছে টাকা দাবি করেন প্রতারক সোহেল রানা। ভুক্তভোগী জাহাঙ্গীর সন্দেহের বশবর্তী হয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। পরে সন্ধ্যায় অমৃতপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইন একটি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।