নাটোর অফিস॥
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা শনিবার সমিতির সদরদপ্তর চত্বর বড়াইগ্রামের বনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সভার দ্বিতীয়ার্ধে সমিতি বোর্ড পরিচালনায় আগামী ১ বছরের জন্য সভাপতি পদে মোঃ ওয়াছেক আলী সোনার এবং সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সোহরাব হোসেন সহ-সভাপতি ও শিউলি রানী মৈত্র কোষাধক্ষ্য পদে নির্বাচিত হন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুায়ন বোর্ডের উপ-পরিচালক এনামুল হক।
সমিতি বোর্ডের সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভা থেকে জানা যায়, সমিতি ইতোমধ্যে নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলার সাতটি পৌরসভার ৭১৫টি গ্রামে চার লাখ ১৪ হাজার ২৯৫ জন গ্রাহককে সংযোগ প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি শতভাগ এলাকাকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে।
সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডর চেয়ারম্যান সেলিম উদ্দিনের বাণী পাঠ করেন মাঠ গবেষনা কর্মকর্তা শাহজালাল আহম্মেদ। বক্তব্য রাখেন সমিতির জিএম মোমিনুল ইসলাম। গ্রাহকের প্রশ্নের উত্তর দেন ডিজিএম (কারিগরি) প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
সমিতি সুত্রে জানা যায়, ১৯৮১ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে প্রায় ৪২ বছরের ব্যবধানে সেবামূলক এ প্রতিষ্ঠানটি চার হাজার ৫৮ দশমিক ০৭২১ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণের মাধ্যমে এ পর্যন্ত চার লাখ ১৪ হাজার ২৯৫ জন আবাসিক ও অনাবাসিক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করেছে।
এতে এ এলাকার অর্থনৈতিক সমৃদ্ধিসহ এক লাখ ১৫ হাজার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিন হাজার ৬৩০টি সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের ফলে ৫৩ হাজার ৬৮০ একর জমি সেচ সুবিধা পাচ্ছে। ফলে শুধু বোরো মৌসুমে এক লাখ ৫৪ হাজার ৫৩৬ টন অতিরিক্ত ফসল উৎপাদন হচ্ছে। এভাবে সমিতি এ এলাকার ছয়টি উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরু ত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।