নাটোর অফিস॥
ক্ষমতার জোরে জমি জবরদখল। জমি দখলে নিতে হুমকিসহ এমন কোন কাজ নেই যা করে না নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার প্রদীপ কুমার দাস। তার কারনে অতিষ্ট এলাকাবাসি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ভাস্কর রঞ্জন সরকার। দফাদার প্রদীপ কুমার দাস ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামো মৃত নরেন্দ্রনাথ দাসের ছেলে।
ভাস্কর রঞ্জন সরকার বলেন, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার প্রদীপ কুমার দাস তার ক্ষমতা বলে গত সোমবার সকালে তাদের জমি জবর দখলে নিতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।’
ভুক্তভোগী ভাস্কর রঞ্জন সরকার আরো বলেন, এর আগেও গত ১১ আগষ্ট তাদের এজমালি ৪০ শতক জমি ক্ষমতাবলে জবরদখল করে নিয়েছে দফাদার প্রদীপ। ক্ষমতাধর এই প্রদীপের হাত থেকে বাঁচতে ও নিজের জমি ফিরে পেতে নাটোর আদালতে মামলাও করেছেন তারা। মামলা নং ৫১৭পি/২০২৩ যা বর্তমানে বিচারধীন রয়েছে। তার পরও ক্ষান্ত হচ্ছে না দফাদার প্রদীপ। প্রদীপ দফাদারে হাত থেকে রেহায় পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সহযোগিতা চেয়েছেন ভাস্কর সরকার ও তার পরিবার।’
সংবাদ সম্মেলনে ভাস্কর রঞ্জন সরকারের মা প্রতিমা সরকার, ছোট ভাই মৃগাঙ্ক শেখর সরকার তার ফুপু নীলা সরকার উপস্থিত ছিলেন।
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এবিষয়ে অভিযুক্ত দফাদার প্রদীপ কুমার দাস আদালতে মামলার সত্যতা স্বিকার করে বলেন, আমি তাকে কোন হুমকি দিনাই। এগুলি সব মিথ্যা।’