নাটোর অফীস॥
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের অদুরে লালমনিরহাট থেকে ঢাকাগামি মালবাহী একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে উদ্ধার ট্রেন ঘটনাস্থলে এসে পৌছেছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এই আব্দুলপুর রেলওয়ে জংশনের অদুরে ২১৯ নং সিগন্যাল পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর থেকে পাকশী সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আব্দুলপুর রেলওয়ে জংশনে কর্মরত সহকারী ষ্টেশন মাষ্টার মোঃ জিয়া উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি রেলওয়ে ঈশ্বরদীর পাকশি অফিসকে জানানো হলে সেখান থেকে উদ্ধারকারী ট্রেনসহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং মেরামতসহ উদ্ধার কাজ শুরু করেছেন। এ কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান তিনি। উর্ধতন কর্মকতার্রা ঘটনাস্থলে অবস্থান করছেন।