নাটোর অফিস॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপি গাড়ি ভেঙে, পুলিশ মেরে এবং অগ্নিসন্ত্রাস করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। দেশে ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে সেটিকে নস্যাৎ করতে চায়। পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে দেশের চার কোটি অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। দেশকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। শিশুদের বিনামুল্যে বই সরবরাহ সহ ব্যাপক উন্নয়ন করেছেন। এই সেবা ও সুশাসন অব্যাহত রাখার জন্য কোন গুজবে কান না দিয়ে শেখ হাসিনার পাশে থাকার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।
বুধবার নাটোরের সিংড়া উপজেলায় তার নির্বাচনী এলাকার রামানন্দ খাজুরিয়া ও সুকাস ইউনিয়নের ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারন সম্পাদক পৌর মেয়র জান্নতুল ফেরদৌস,যুগ্ম সাধারন সম্পাদক মওলানা রুহুল আমিন প্রমুখ।