নাটোর অফিস॥
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের দাম প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে রাতে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজকে নিয়ে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে পদ্মায় মাছ শিকারের জন্য পেতে রাখা ৯০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।’
তিনি আরো জানান, তবে অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায় অসাধু জেলেরা। পরে জব্দকরা ৯০টি চায়না দুয়ারি জাল নদী পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
অসাধু জেলেরা চায়না দুয়ারি জাল দিয়ে নদীর দেশীয় মাছ ধ্বংস করে দিচ্ছে। এ জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ’
অভিযানে লালপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।