নাটোর অফিস॥
নাটোরের হাতিয়ন্দহ গ্রন্থাগারের উদ্দ্যোগে আযোজিত এড.বাকি বিল্লাহ রশিদী মেধা প্রতিযোগীতা ২৩ এর পুরস্কার বিতরনী ও অক্টোবর মাসের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকার ১০ টায় শুরু হওয়া অনুষ্টানে আলোচনা সভা ও সাহিত্য আলোচনা চলে দুপুর পর্যন্ত।বিজয়ী ১৩ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার মহামূল্যবান বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
নাটোরের সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত হন, অংশ নেন সাহিত্য আলোচনা ও কবিতা পাঠে। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন সাবেক অধ্যক্ষ সুবিধ কুমার মৈত্র অলক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সহ- সভাপতি বীর মুক্তিযোদ্দা এড.ওহাব আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর জেলা আইনজীবি সমিতির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. বাকী বিল্লাহ রাশীদি সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, হাতিয়ন্দহ গণগ্রন্থাগারে সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রাজিবুর ইসলাম, সাহিত্য সম্পাদক সুমন প্রামানিক, কবি মাহাবুব মান্নান, কবি সুনিল কুমার সরকার, কবি আজাহার আলী, কবি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে প্রশান্ত কুমার সরকার।
সিংড়া উপজেলার ৬ টি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ ম শ্রেনীর অন্তত ১৮০ অংশগ্রনকারী শিক্ষার্থীর মধ্য অনুষ্ঠিত মেধা প্রতিযোগীতার বিজয়ী, ১৩ জনের হাতে পুরস্কার মহামূল্যবান বই উপহার হিসেবে তুলে দেন বিশিষ্টজনরা।