নাটোর অফিস॥
কৃষক ও শ্রমজীবি মানুষদের রেশনিং ব্যবস্থা চালু, জমি রেজিষ্ট্রি ও পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়ম-দূর্নীতি বন্ধ এবং চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসনহ ১৪ দফা দাবিতে নাটোরের সিংড়ায় কৃষক গণ সমাবেশ হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশের আয়োজন করে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূর আহমেদ বকুল, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, কৃষক নেতা সাদাকাত হোসেন খান বকুল, জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলার সভাপতি মতিউর রহমান তপন। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুস্তম আলী, ছাত্রমৈত্রীর সাবেক উপজেলা সভাপতি মিজানুর রহমান সোহেল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সেবার নামে অনিয়ম, দূর্নীতি ও লুটপাট চলছে। সাধারণ মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। তাই গ্রামে গ্রামে কৃষক সমিতি গড়ে তুলে আন্দোলন-সংগ্রামের ঘোষণা দেওয়া হয়।