নাটোর অফিস॥
স্থাণীয় সরকার দিবস উপজেলা নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনের উন্নয়ন মেলা মঙ্গলবরা বিকেলে শেষ হয়েছে। এরআগে রোববার বিকেলে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।
ইউএনও মোঃ আবু রাসেলের সভাপতিত্বে আয়োজিত মেলায় অংশ গ্রহণকারী ১২টি ষ্টলের মধ্যে বিচারকদের ভোটে শ্রেষ্ঠ ষ্টলের মর্যাদা লাভ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দ্বিতীয় হয়েছে বনপাড়া পৌরসভা ও যৌথ ভাবে তৃতীয় হয়েছে উপজেলা প্রকৌশলীর দপ্তর ও জোনাইল ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
পরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা রানা, কৃষি কর্মকর্তা শারমিন শিখা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, মুক্তিযোদ্ধা আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।