নাটোর অফিস॥
চলনবিলের জীববৈচিত্র্য ও মা-মাছ,পোনা মাছ রক্ষায় রাতভর অভিযান চালিয়েছে সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত সিংড়ার চলনবিলের কতুয়াবাড়ি, পাটকোল ও নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পয়েন্ট থেকে ৭০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় জালে আটকা পড়া পোনা মাছ অবমুক্ত করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন ও থানা পুলিশের সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, এবছর চলনবিল পানি শুন্যতায় ভুগছে। আর এই সুযোগে অল্প পানিতে এক শ্রেণির লোভী মাছ শিকারিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে বিলের পোনা ও মা-মাছ নিধনসহ ও জীববৈচিত্র্য ধ্বংস করছে। তাই জীববৈচিত্র্য রক্ষায় রাত-দিন প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকছে।