নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে কৃষি কাজে আধুনিক প্রযুক্তি পন্যের ব্যবহার বাড়ছে। এরফলে শ্রমিক সংকট মোকাবেলা, কৃষি জমির উত্তম ব্যবহার এবং ফসলের ভালো ফলন পাচ্ছেন কৃষক। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার গোপালপুর এলাকায় সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
এসময় অতিথিরা জানান, বড়াইগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন, কম্বাইন্ড হার্ভেস্টারের সাহায্যে ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তা প্যাকেটের কাজ হচ্ছে। এরফলে একদিকে কৃষক পাচ্ছেন ফসলের অধিক ফলন অপরদিকে তাদের হ্রাস পাচ্ছে উৎপাদন খরচ। আর শ্রমিক সংকট নিয়ে কোন উদ্বেগ তো একেবারেই নাই। এসময় তারা বলেন, কৃষি খোরপোষ এর কৃষি না। কৃষি কে বাণিজ্যিকীকরণ এর ক্ষেত্রে যান্ত্রিকীকরণ একটি অন্যতম মাধ্যম।
ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্তি পরিচালক মোঃ শামসুল ওয়াদুদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, প্রশিক্ষণ অফিসার ড. মোঃ ইয়াছিন আলী, বড়াইগ্রামের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান, স্থাণীয় কৃষক আব্দুুস সালাম, মোখলেছুর রহমান প্রমুখ।