নাটোর অফিস॥
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। পৌর শহরের সুবর্ন সরবরের খালে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পাঁচজন সফল মৎস্যচাষীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইমরানের সভাপতিত্বে ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, মৎস্যচাষী লাবু মিয়া, আব্দুস সামাদ, মজিবুর রহমান প্রমূখ।