নাটোর অফিস॥
নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সোমবার ঘোষনা করা হয়েছে। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ৩৯ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ১১ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৭৭৪ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ২৩৭ টাকা।
বাজেট সভায় মেয়র কেএম জাকির হোসেন বলেন, আমি তৃতীয় মেয়াদে এই পৌরসভায় দায়িত্ব পালন করছি। পৌরবাসির উন্নয়নে কাজ করে আসছি। আগামীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট পৌরসভায় আরও উন্নয়নে সকলের সহযোগিতা চাই।
মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বাজেটের উপর বক্তৃতা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ওয়াজেদ আলী সোনার প্রমুখ।