নাটোর জেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল তার লিখিত বক্তব্যে বলেন, স্বাধীনতাকামী প্রগতিশীল সকল রাজনৈতিক দলের মহা ঐক্যের ফলে ১৯৭১ সালে মহাবিজয় অর্জিত হয়। সেই ঐতিহাসিক শিক্ষার আলোকে বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক ফ্যাসিবাদী অপশক্তিকে পরাস্ত করে ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল সহ মহাজোট গঠনের মাধ্যমে নবম জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্রকে পরাজিত করে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হই। জাতি আজ আবারও অগ্নি পরীক্ষার সম্মুখিন। কিন্তু ১৪ দলের প্রধান শরীক দল আওয়ামীলীগের এমপিসহ দলীয় নেতা কর্মীদের অভ্যন্তরীন বিরোধ, এমপির স্বেচ্ছাচারিতা ও স্বার্থপরতার কারনে তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারন ভোটাররা এবার পরিবর্তন দেখতে চাইছে। সার্বিক অধিকার আন্দোলনের পরীক্ষিত নেতৃত্ব ১৪ দল তথা মহাজোটের ঐক্যের প্রতীক ওর্য়াকার্স পার্টি নেতা কমরেড ইব্রাহীম খলিলকে জোটের প্রার্থী হিসেবে চাচ্ছে। সে কারনে এই আসনে ইব্রাহীম খলিলকে ১৪ দলের প্রার্থী ঘোষণর দাবী জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কমরেড অধ্যাপক ইব্রাহিম খলিল বলেন,তাকে মনোনীত করা হলে তিনি বিজয়ী হয়ে এই আসনটি ১৪ দলের দখলেই রাখতে সক্ষম হবেন। তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকা হবে শান্তির এলাকা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন,ওর্য়াকার্স পার্টির জেলা সদস্য আব্দুল করিম,অধ্যাপক বাবু সুকুমার সরকার,জেলা যুব মৈত্রী সভাপতি মাহবুবুল আলম,সহ সভাপতি আব্দুস সামাদ, জাতীয় শ্রমিক ফেডারেশন সভাপতি মিজানুর রহমান,ছাত্র মৈত্রীর সাবেক জেলা সভাপতি বুলবুল আহমেদ,জেলা ছাত্র মৈত্রীর জেলা সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শারি প্রমুখ।