নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছাত্র ও শিশুদের খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে মারামারির জেরে বাজারে হামলা ও একটি টেলিকম সেন্টারে লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে টেলিকম সেন্টারের মালিক বাদী হয়ে ৩৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২০জনের নামে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছাত্র শিশুদের খেলা নিয়ে কাফুরিয়া চরপাড়া ও কৈপুকুরিয়া গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে দুই গ্রামের মুরব্বিদের মাধ্যমে শনিবার বিকেলে আপোষ বৈঠক করার সিন্ধান্ত নিয়ে সকলে বাড়ি ফিরে যায়। হঠাৎ করে কাফুরিয়া চরপাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে ঘটনার দিন রাত সোয়া ১১টার দিকে স্থানীয় মাঝপাড়া বাজারে এসে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বাজারের সকল দোকান বন্ধ থাকলেও কাউসার টেলিকম নামে একটি মোবাইল ব্যাংকিং এর দোকান খোলা ছিল। হামলাকারীরা বাজারে বৃহত এই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ফ্রিজ, মোটর সাইকেল ভাংচুর করে দুটি দামী মোবাইল ও মোবাইল ব্যাংকিং এর নগদ দুই লাখ টাকা নিয়ে চলে যায়। এ সময় বাঁধা দেয়ায় হামলাকারীরা দোকান মালিক কাউসার আলী ও তার ভাই আল আমিনকে বেধড়ক মারপিট করে চলে যায়। এ ঘটনায় শনিবার রাতে ব্যবসায়ী কাউসার আলী বাদী হয়ে কাফুরিয়া চরপাড়ার মাসুদ রানা ও জাহাঙ্গীর হোসেনসহ ৩৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২০জনের নামে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য কাফুরিয়া চরপাড়ার অভিযুক্ত মাসুদ রানার মোবাইল নম্বরে বার বার ফোন করলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান রোববার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।